LATEST MORE

Culture Image Style

Culture Section

Culture Section1

Culture Section2

Culture Section3

Culture Section4

Culture Section5

Latest From Lifestyle

Famous Section

Wednesday, July 23, 2014

এবার ২ ইসরাইলি সেনা অফিসারকে হত্যা করল হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের স্নাইপারদের গুলিতে এবার দুই ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত হয়েছে। নিহত দুই কর্মকর্তা হচ্ছে ২৬ বছর বয়সী ক্যাপ্টেন দিমিত্রি লেভিটাস এবং ২৩ বছর বয়সি লে. নাতান কোহেন।

গতকাল (মঙ্গলবার) হামাসের হামলায় এসব ইহুদিবাদী সেনা নিহত হয়েছে বলে আজ তেলআবিব স্বীকার করেছে। ওই হামলায় আরো ২০ ইসরাইলি সেনা আহত হয়েছে যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরাইলি সামরিক মুখপাত্রের দপ্তর আজ জানিয়েছে, মঙ্গলবার রাতে নিহত ক্যাপ্টেন লেভিটাস ও লে. কোহেন সাঁজোয়া কোরের কোম্পানি কমান্ডার ছিল।
এ নিয়ে গত বৃহস্পতিবার গাজায় স্থল আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত হামাসের অকুতোভয় যোদ্ধাদের হাতে ৩১ জন ইসরাইলি সেনা নিহত হলো। এছাড়া, হামাসের হাতে আটক হয়েছে আরেক ইহুদিবাদী সৈন্য। রয়টার্স

ন্যায়বিচার না পেলে বিচারব্যবস্থার ওপর আস্থা কমে: মজীনা

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ন্যায়বিচার না পেলে জনগণ বিচারব্যবস্থার প্রতি আস্থা হারায় ও আইন নিজের হাতে তুলে নেয়। কাজেই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এ জন্য অপরাধীদের স্বীকারোক্তির চেয়ে আলামতকে প্রাধান্য দেওয়ার ওপর মত দেন তিনি।

আজ বুধবার রাজধানীর রাজারবাগে গোয়েন্দা প্রশিক্ষণ স্কুলে এক সেমিনারে এ কথা বলেন বিদায়ী এ রাষ্ট্রদূত। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোখলেসুর রহমান ও গোয়েন্দা প্রশিক্ষণ স্কুলের কমান্ড্যান্ট শাহাদত হোসেন ছাড়াও পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য, ফরেনসিক বিশেষজ্ঞ, সরকারি আইনজীবী এবং বিচারকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাও যোগ দেন এই আলোচনায়।

সেমিনারে মজীনা আলামত সংগ্রহ, এর প্রক্রিয়াকরণ এবং আদালতের সামনে তা বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের ওপর জোর দেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বিচার নির্ভর করে অপরাধীর স্বীকারোক্তির ওপর। ফলে অভিযুক্ত অপরাধীদের ওপর চাপ প্রয়োগে স্বীকারোক্তি আদায়ের মাধ্যমে আদালতে মামলাটি নিষ্পত্তিতে বিচার প্রতিনিধিদের লাভবান হওয়ার সুযোগ থাকে।

মজীনা বলেন, ‘দেশের বিচারব্যবস্থাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আলামতের ওপর জোর দিতে যে সভা হচ্ছে, তাকে আমি স্বাগত জানাই। আলামত এমনভাবে সংগ্রহ, প্রক্রিয়া ও আদালতে উপস্থাপন করতে হবে যাতে বিশ্বাসযোগ্যতা থাকে।’

অবশেষে রিয়ালের ১০ নম্বর...

রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সিটা অভিভাবকহীনভাবে পড়ে ছিল বেশ কিছুদিন। তবে অবশেষে ঐতিহ্যবাহী এই নম্বরের অভিভাবক পেয়ে গেছে স্প্যানিশ ক্লাবটি। তারা তরুণ হামেস রদ্রিগেজের গায়েই তুলে দিয়েছে এই জার্সি। গত মওসুমে মেসুত ওজিল ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেয়ায় রিয়ালের হয়ে ১০ নম্বর জার্সি পরে কেউ মাঠে নামেনি। ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড লুকা মডরিচের গায়ে অনেকে দেখতে চাচ্ছিলেন ১০ নম্বর জার্সি। কারণ, দেশের হয়ে তিনি নিয়মিতই এই নম্বর পরে মাঠে নামেন। অনেকে জোসকে এই জার্সির দাবিদার মনে করছিলেন। জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে এই মওসুমে রিয়ালে যোগ দিয়েছে টনি ক্রুস। ১০ নম্বর জার্সিটা তার গায়ে ওঠার সম্ভাবনাও ছিল। কিন্তু দেখা গেল ক্রুসের গায়ে উঠলো ৮ নম্বর জার্সি। কিন্তু ১০ নম্বর জার্সির কি হবে! বিষয়টি নিয়ে ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের চোখের ঘুমই উবে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন কলম্বিয়ার তরুণ তুর্কি হামেস রদ্রিগেস। রিয়াল মাদ্রিদ ২৩ বছর বয়সী এই তরুণের ওপর আস্থা রেখেই এই জার্সির মর্যাদা ধরে রাখার দায়িত্ব দিয়েছে তাকে। রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ নিজ হতেই রদ্রিগেসের গয়ে পরিয়ে দিয়েছেন এ জার্সি।

লন্ডনি কন্যা সুমাইয়া শিমু

লন্ডনে বড় হয়েছেন শিমু। বাংলায় কথাও ঠিকভাবে বলতে পারেন না তিনি। কিন্তু হঠাৎ করেই তাকে লন্ডন থেকে দেশে আসতে হয়। দেশে এসে সে দেখতে পায় আরেক চিত্র। শিমুর আত্মীয়রা সম্পত্তির জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু মুশকিল হলো শিমু বাংলা জানে না। কিছুই সে বুঝে উঠতে পারে না। ঠিক এই সময়ে তার জন্য কলেজ শিক্ষক এক দোভাষীকে ভাড়া করা হয়। এরপর সেই দোভাষীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে তার। একপর্যায়ে মুক্তিপণের দাবিতে অপহৃত হন সুমাইয়া শিমু। সেই অপহরণকারীও এক সময় শিমুর প্রতি দুর্বল হয়ে পড়ে। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। তবে বাস্তবে নয়, এমনই ত্রিভুজ প্রেমের অন্যরকম কাহিনীনির্ভর একটি ঈদের নাটকে লন্ডনি কন্যারূপে অভিনয় করেছেন শিমু। নাটকের নাম ‘মধুময়’। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। নাটকটিতে দোভাষীর চরিত্রে অপূর্ব আর অপহরণকারীর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, সালে সোহেল, মাহফুজ, মিশু চৌধুরী প্রমুখ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, এবার ঈদের বেশ কিছু ভিন্নধর্মী গল্পের নাটকে কাজ করেছি। তার মধ্যে ‘মধুময়’ অন্যতম। ফেরদৌস ভাইয়ের এ নাটকটিতে লন্ডনি কন্যারূপে দেখা যাবে আমাকে, যে কিনা দেশে এসেই সম্পত্তির কোন্দলে পড়ে। এক সময় অপহরণ করা হয় আমাকে। এ ধরনের চরিত্রে
আমি প্রথমবারের মতো কাজ করলাম। তাই স্বাভাবিকভাবেই ভাল লেগেছে। আশা করছি নাটকটি দর্শকদেরও ভাল লাগবে। উল্লেখ্য, ‘মধুময়’ নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে।

পাকিস্তানে বিমান অভিযানে নিহত ১৩

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর বিমান অভিযানে কমপক্ষে ১৩ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা বলছেন, শাওয়াল পার্বাত্যঞ্চল ও দাত্তাখেল এলাকার কাছে জঙ্গিদের ৬টি গোপন আস্তানা সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। সামরিক বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৪ শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তাদের অধিকাংশই বিদেশী নাগরিক। গত ১৫ই জুন সামরিক বাহিনীর অভিযান শুরু হয়। গত ৮ই জুন করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবানের হামলার পর সামরিক বাহিনী অভিযান শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত উত্তর ওয়াজিরিস্তানে প্রায় ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জিয়ার মাজার যাবে বগুড়ায়

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে বগুড়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। জিয়াউর রহমান ’৮১ সালের ৩০শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন কতিপয় বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে। তার লাশ গোপনে কবর দেয়া হয় রাঙ্গুনিয়া উপজেলার ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে প্রত্যন্ত এক পাহাড়ি এলাকায়। সেনাবাহিনী লাশের সন্ধান পায়। এর পর লাশ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়। এর পর বিমানযোগে ঢাকায় এনে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বর্তমান চন্দ্রিমা উদ্যানে।

আওয়ামী লীগ অবশ্য বরাবরই বলে আসছে জিয়ার লাশ পাওয়া যায়নি। কেউ দেখেওনি। ’৯৬ সনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ শেরেবাংলা নগরের বোটানিক্যাল গার্ডেন জিয়া উদ্যানকে ফিরিয়ে নেয় আগের ‘চন্দ্রিমা উদ্যান’ নামে। সংসদ ভবনের উত্তর পাশের রাস্তার পরেই ক্রিসেন্ট লেক। চন্দ্রিমা উদ্যানে যেতে এই লেকের ওপর ছিল একটি বেইলি ব্রিজ। এক রাতে এই ব্রিজটি ক্রিসেন্ট লেক থেকে হাওয়া হয়ে গেল। পরে জানা গেল, হবিগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এবার মাজারটি সরানোর পরিকল্পনা নীতিনির্ধারক মহলের। গত ১৭ই জুন অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে এক অনির্ধারিত আলোচনায় এই বিষয়টি উঠে আসে। এর পর থেকেই সংশ্লিষ্ট মহলে এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু কিভাবে অগ্রসর হবে তা এখনও স্থির হয়নি। রাতারাতি গুঁড়িয়ে দিয়ে ভেতরের কিছু মাটি নিয়ে বগুড়ার বাগবাড়িতে কবর দেয়া হবে কিনা তা নিয়েও জল্পনা চলছে।

Friday, April 11, 2014

ময়মনসিংহ ডিবি অফিসে জামাই আদরে ফেন্সিডিল চিকিৎসক

ফেন্সিডিলসহ আটক হওয়া চিকিৎসক এজাজ আহমেদ ওরফে খান খোকনকে (৪২) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে জামাই আদরে রাখা হয়েছে।

সেখানে চেয়ারে বসেই সিগারেট ফুঁকা, কোল্ড ড্রিংকস, কলা ও বিস্কুট খাচ্ছিলেন আয়েশি মুডে। পাশেই বসা ছিলেন ওই চিকিৎসকের এক আত্মীয় ও ডিবি পুলিশের এক সদস্য। স্বামীর এ পরিণতিতে সামনে দাঁড়িয়েই ফুঁপিয়ে কাঁদছিলেন চিকিৎসক ডা. রিফাত রহমান (স্ত্রী)। ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি ক্ষেপে যান।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে কাগজের ঠোঙায় ভরা দু’বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে ধরা পড়েন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট এজাজ আহমেদ ওরফে খান খোকন।

ইতোপূর্বেও তিনি একইভাবে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে ডিবি পুলিশের একটি দায়িত্বশীল সূত্র দাবি করেছে। আটক হওয়া চিকিৎসকের শহরের ৬ নম্বর মৃত্যুঞ্জয়ী স্কুল সংলগ্ন গ্লাসকো অফিসের খাইরুল আলম পলুর বাসায় ভাড়া থাকেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, আটককৃত চিকিৎসক এজাজ একজন নিয়মিত ফেন্সিডিলসেবি। তিনি নেশাগ্রস্ত।

সরেজমিনে ডিবি অফিসে গিয়ে দেখা গেছে, দরজা বন্ধ করে ভেতরে বসে আছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাজেদুর রহমান। পাশের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় ফুরফুরে মেজাজে অনবরত সিগারেট ফুঁকছেন আটক চিকিৎসক এজাজ।

চেয়ারে বসেই কোল্ড ড্রিংকস পানের পাশাপাশি কলা-বিস্কুট খাচ্ছেন। সাংবাদিক পরিচয়ে ক্যামেরা ক্লিক করতেই তিনি প্রথমে বাঁধা দেন। এ দৃশ্য দেখে দৌড়ে এগিয়ে আসেন তার স্ত্রী। তিনিও সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেওয়ার চেষ্টা করেন এবং প্রচণ্ড ক্ষেপে যান।

ফেন্সিডিলসহ এ চিকিৎসকের আটকের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ছুটে আসেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার। পাশের কক্ষে আটককৃত চিকিৎসক আয়েশি ভঙ্গিতে খানা-পিনায় ব্যস্ত থাকলেও দু’ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলে আলাপচারিতায় মগ্ন ছিলেন।

আটককৃত চিকিৎসক জামাই আদরে কেন? এ প্রশ্ন করতেই রীতিমতো ইতস্তত বোধ করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাজেদুর রহমান। দ্বিতীয়বার এ প্রশ্ন করতেই তিনি একটু পরে আসার পরামর্শ দেন। পরে তিনি আটককৃত চিকিৎসককে তার কক্ষে আনতে দু’পুলিশ সদস্যকে নির্দেশ দেন।

মুঠোফোনে ওসি মাজেদুর রহমান জানান, আটককৃত চিকিৎসকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে কোর্টে পাঠানো হচ্ছে।
 
Copyright © 2014 Kutubi Web 6. Designed by Nejam Kutubi