পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর বিমান অভিযানে কমপক্ষে ১৩ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা বলছেন, শাওয়াল পার্বাত্যঞ্চল ও দাত্তাখেল এলাকার কাছে জঙ্গিদের ৬টি গোপন আস্তানা সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। সামরিক বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৪ শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তাদের অধিকাংশই বিদেশী নাগরিক। গত ১৫ই জুন সামরিক বাহিনীর অভিযান শুরু হয়। গত ৮ই জুন করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবানের হামলার পর সামরিক বাহিনী অভিযান শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত উত্তর ওয়াজিরিস্তানে প্রায় ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
Wednesday, July 23, 2014
পাকিস্তানে বিমান অভিযানে নিহত ১৩
Posted by Unknown on 12:22 PM in Business Entertainment Fashion Gadgets Games Life & Style Movies Photography Social Sports Technology Travel বিশ্ব ব্রেকিংনিউজ | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment