রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সিটা অভিভাবকহীনভাবে পড়ে ছিল বেশ কিছুদিন। তবে অবশেষে ঐতিহ্যবাহী এই নম্বরের অভিভাবক পেয়ে গেছে স্প্যানিশ ক্লাবটি। তারা তরুণ হামেস রদ্রিগেজের গায়েই তুলে দিয়েছে এই জার্সি। গত মওসুমে মেসুত ওজিল ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেয়ায় রিয়ালের হয়ে ১০ নম্বর জার্সি পরে কেউ মাঠে নামেনি। ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড লুকা মডরিচের গায়ে অনেকে দেখতে চাচ্ছিলেন ১০ নম্বর জার্সি। কারণ, দেশের হয়ে তিনি নিয়মিতই এই নম্বর পরে মাঠে নামেন। অনেকে জোসকে এই জার্সির দাবিদার মনে করছিলেন। জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে এই মওসুমে রিয়ালে যোগ দিয়েছে টনি ক্রুস। ১০ নম্বর জার্সিটা তার গায়ে ওঠার সম্ভাবনাও ছিল। কিন্তু দেখা গেল ক্রুসের গায়ে উঠলো ৮ নম্বর জার্সি। কিন্তু ১০ নম্বর জার্সির কি হবে! বিষয়টি নিয়ে ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের চোখের ঘুমই উবে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন কলম্বিয়ার তরুণ তুর্কি হামেস রদ্রিগেস। রিয়াল মাদ্রিদ ২৩ বছর বয়সী এই তরুণের ওপর আস্থা রেখেই এই জার্সির মর্যাদা ধরে রাখার দায়িত্ব দিয়েছে তাকে। রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ নিজ হতেই রদ্রিগেসের গয়ে পরিয়ে দিয়েছেন এ জার্সি।
Wednesday, July 23, 2014
অবশেষে রিয়ালের ১০ নম্বর...
Posted by Unknown on 12:25 PM in Business Entertainment Fashion Gadgets Games Life & Style Movies Photography Social Sports Technology Travel খেলা ব্রেকিংনিউজ | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment